নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীরের কাটরা শহরে বুধবার ভোরে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কাটরা থেকে ৮১ কিলোমিটার গভীরে ভোর ২টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
উল্লেখ্য, এর আগে গত ১১ জুন অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। গত ৯ জুন সকালে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে ৩.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।