প্রতি বছর বৃষ্টির কারণে বিশেষতভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর ভারত। বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পাশাপাশি ভূমিধস এবং ভূমিকম্পের ঘটনা চলতেই থাকে।
নিজস্ব সংবাদদাতা: আজ সন্ধ্যা ৬:৩৪ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। ক্ষয়ক্ষতির বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
An earthquake of magnitude 3.2 on the Richter Scale hit Pithoragarh, Uttarakhand today at around 6:34 pm: National Centre for Seismology pic.twitter.com/DAihG8IHLl