নিজস্ব সংবাদদাতা: পরপর ভূমিকম্প হয়ে চলেছে লাদাখে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুসারে, আজ সকাল ৮ টা বেজে ২৮ মিনিটে লাদাখের লেহ থেকে ২৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড। এর আগে আজ লাদাখের লেহ থেকে ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ ম্যাগনিটিউড। ভোররাত ২ টো বেজে ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তার আগে শনিবার রাতে ১০ মিনিটের মাথায় পরপর ২ বার ভূমিকম্প হয় লাদাখে। রাত ৯ টা বেজে ৪৪ মিনিট ও রাত ৯ টা বেজে ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫ ম্যাগনিটিউড ও ৪.৪ ম্যাগনিটিউড।