২৩ না ২৪ অক্টোবর কবে দশেরা? জানুন রাবণ দহনের শুভ সময়

বাঙালিদের বিজয়া দশমীর মতো বাঙ্গালীদের কাছে গুরুত্বপূর্ণ হল দশেরা বা রাবণ বধ। সেটা এই বছর কবে পালিত হচ্ছে? ক্লিক করে নিজের জন্য দেখে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
dahan

নিজস্ব সংবাদদাতা: আশ্বিন মাসের শুক্লপক্ষে পালন করা হয় বিজয়া দশমী। আর অবাঙালিরা পালন করে দশেরা। এই বছর দশেরা পালিত হবে গোটা দেশজুড়ে তবে সেটা কবে? সেই তারিখ হল আজ ২৪ অক্টোবর, মঙ্গলবার। অশুভের বিনাশ করে শুভের জয় হিসাবে এই দশেরা পালিত হয়ে থাকে। কথিত আছে, এইদিনেই রাবণকে বধ করেন ভগবান শ্রী রাম। এইদিন রাবণও পূজিত হন।

দশেরার আগে ১৪দিন ধরে রামলীলা অনুষ্ঠিত হয়। রাবণ দহনের শুভ সময় কী? জানা গেছে যে মঙ্গলবার ২৪ অক্টোবর বিকেল ৪টে ০২ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিট পর্যন্ত রাবণ দহনের শুভ সময় চালু থাকবে। বিজয়া দশমীতে তিনটি বড়সড় সংযোগ দেখা হচ্ছে । এরফলে জাতক-জাতিকাদের জীবনে বিরাট মুহূর্ত তৈরি হবে।