নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজোর সময় অশান্তি ছড়াল হায়দরাবাদে। অভিযোগ, স্থানীয় একটি পুজো মণ্ডপে দেবী দুর্গার প্রতিমার একাংশ ভেঙে দেওয়া হয়। কে বাবা কারা দুর্গা প্রতিমা ভেঙেছে তা এখনও জানতে পারা যায়নি। শুক্রবার সকাল হতেই বিষয়টি সকলের নজরে আসে। এরপরই এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
হায়দরাবাদের নমপল্লি এগজিবিশন গ্রাউন্ডসে এই পুজোর আয়োজন করা হয়েছে। এই এলাকাটিতে বেগম বাজার পল্লীতে অবস্থিত। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায়। সহকারী পুলিশ কমিশনার এ চন্দ্রশেখর জানিয়েছেন, দুর্গা মায়ের একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। খুব সম্ভবত শুক্রবার ভোর রাতে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। চন্দ্রশেখর আরও বলেন, 'আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি। ওই এলাকার সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।'স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার পরও পুজোয় বিরাম দেওয়া হয়নি। ঘটনা সামনে আসার পরই উদ্যোক্তাদের উদ্যোগে দ্রুত মূর্তির ভাঙা অংশটি সারিয়ে ফেলা হয় এবং নিয়ম অনুসারে পুজো চলতে থাকে।