অবশেষে দুর্গ থেকে গ্রেফতার হামলাকারী- তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সাইফ আলি খানের হামলা মামলায় সন্দেহভাজন আটক, মুম্বাই পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করবে।

author-image
Debapriya Sarkar
New Update
saif vrtgh

নিজস্ব সংবাদদাতা : অভিনেতা সাইফ আলি খানের উপর হামলা সংক্রান্ত মামলায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ছত্তিশগড়ে আটক করা হয়েছে। দুর্গের পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

Bangladeshi Arrested

দুর্গের আরপিএফ ইনচার্জ সঞ্জীব সিনহা জানান, "মুম্বাই পুলিশ আমাদের জানিয়েছিল যে, সন্দেহভাজন ব্যক্তি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছে। তারা তার ছবি এবং টাওয়ারের অবস্থানও আমাদের শেয়ার করে। এই তথ্যের ভিত্তিতে আমরা জেনারেল কোচটি পরীক্ষা করি এবং তাকে শনাক্ত করি।" তিনি আরও বলেন, "ভিডিও কলের মাধ্যমে মুম্বাই পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর তাকে আটক করা হয়।"

Arrest

মুম্বাই পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাইফ আলী খানের উপরে হওয়া এই হামলার ঘটনার তদন্ত বর্তমানে চলমান এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।