সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্যের হিন্দু ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সাংসদ ডিম্পল যাদব বলেন, এই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটি এসপি নেতার ব্যক্তিগত মতামত।
নিজস্ব সংবাদদাতা: দলের নেতা স্বামী প্রসাদ মৌর্যের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, "এগুলি তাঁর ব্যক্তিগত মতামত। এটা দলের মতামত নয়। দলের সঙ্গে তাঁর মন্তব্যের কোনও সম্পর্ক নেই।"
#WATCH | On party leader Swami Prasad Maurya, Samajwadi Party MP Dimple Yadav says, "Those are his personal opinions and not the stand of the party. The party has nothing to do with his opinions." pic.twitter.com/oE22cWZB4U
হিন্দু ধর্মকে গালাগালি, পাশে দাঁড়াল না দল
সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্যের হিন্দু ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর সাংসদ ডিম্পল যাদব বলেন, এই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটি এসপি নেতার ব্যক্তিগত মতামত।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: দলের নেতা স্বামী প্রসাদ মৌর্যের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, "এগুলি তাঁর ব্যক্তিগত মতামত। এটা দলের মতামত নয়। দলের সঙ্গে তাঁর মন্তব্যের কোনও সম্পর্ক নেই।"