নিজস্ব সংবাদদাতাঃ হু হু করে বাড়ছে রাজ্যের পারদ (Heatwave)। জানা গিয়েছে, কেরালায় বর্ষা ঢুকলেও ছত্তিসগড়ে ব্যাপক তাপপ্রবাহ চলছে। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ বুধবার ছত্তিশগড়ের সিএমও-র তরফে জানানো হয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের স্কুলগুলি ২৬ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ জুন স্কুল খোলার কথা ছিল। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল উচ্চ তাপমাত্রা এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। স্কুল শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করবে বলেও জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা।