নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে বনধ-এর কারণে বহু ফ্লাইট বাতিল করে দেওয়া হল।
/anm-bengali/media/post_attachments/JB9EwePS541zNKhsi3Zy.jpg)
কর্ণাটকে বনধ (Karnataka Bandh)-এর আবহে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২২টি আগমন ও ২২টি প্রস্থান সহ মোট ৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/SdqhxiStexVBjm0Qe7oY.jpeg)
শুধু তাই নয়, বেঙ্গালুরুর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সব হোটেলও বন্ধ করে দেওয়া হয়েছে। অটো ড্রাইভার্স অ্যাসোসিয়েশনও এই বনধকে সমর্থন করছে।