নিজস্ব সংবাদদাতাঃ সাইক্লোন ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy) গতকাল বৃহস্পতিবার সন্ধেবেলাতেই আছড়ে পড়ে গুজরাট উপকূলে। এদিকে এহেন সাইক্লোনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু জেলা। রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে অবশেষে মন্তব্য করলেন কচ্ছ জেলার কালেক্টর অমিত আরোরা। তিনি জানিয়েছেন, ‘বেশ কয়েকটি জায়গায় প্রবল হাওয়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সার্ভে চলছে এবং এই সার্ভে শেষ হওয়ার পরেই সঠিক পরিসংখ্যান সকলের সামনে উঠে আসবে। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আঘাত হানার পর বহু বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছ উপড়ে পড়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করব। দুটি মহাসড়ক বন্ধ রয়েছে।‘ অন্যদিকে এনডিআরএফ (NDRF)-এর ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, ‘এই ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই মারা যান দু'জন। ল্যান্ডফলের পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মারা গেছে ২৪টি প্রাণীও। আহত হয়েছেন ২৩ জন। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। ৮০০ টি গাছ উপড়ে পড়েছে। রাজকোট ছাড়া অন্য কোথাও ভারী বৃষ্টি হচ্ছে না।‘