ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া!

মাঝ আকাশে বিমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে গণ্ডগোল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
air india.jpg

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ বিমানবন্দর ছেড়ে রওনা দেওয়ার তিন ঘণ্টার মধ্যে আবার ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমানটি। কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার জরুরি অবতারণ। রবিবার তিরুবনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাত্রীবাহী বিমানটি। কিন্তু উড়ান দেওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বিমানে যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন চালক। তাই যাত্রীদের জীবন ঝুঁকি না নিয়ে দুবাইয়ের পথে না গিয়ে পুনরায় ফিরে এলেন তিরুবনন্তপুরম বিমানবন্দরে।

জানা গিয়েছে, এদিন দুপুর ১টা ১৮ মিনিট নাগাদ তিরুবনন্তপুরম থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। তবে মাঝ আকাশে বিমানের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে কিছু যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন চালক। সঙ্গে সঙ্গে তিনি বিমান ঘুরিয়ে তিরুবনন্তপুরমে ফিরে আসার সিদ্ধান্ত নেন।

বিকেল ৪টে নাগাদ সুরক্ষিতভাবে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়া বিমানটির জরুরি অবতারণ ঘটে। সংস্থার তরফে যাত্রীদের জন্য অপর একটি বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুবাইয়ের পথে রওনা দিয়েছে সেই বিমান। আর ত্রুটি সম্পন্ন বিমানটি পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে বলে খবর।