নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরু বিমানবন্দরে দুই নাইজেরিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩৭ কেজি নিষিদ্ধ মাদক এমডিএমএ, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ কোটি টাকা।
দেশের অন্যতম বড় মাদক উদ্ধার অভিযান
রবিবার কর্ণাটক পুলিশ জানিয়েছে, রাজ্যের ইতিহাসে এত বিপুল পরিমাণ মাদক একসঙ্গে উদ্ধার হয়নি। পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল সাংবাদিকদের জানান, ধৃত দুই নারীর নাম বাম্বা ফান্টা (৩১) এবং অ্যাবিগেল অ্যাডোনিস (৩০)। তাঁরা দিল্লি থেকে বেঙ্গালুরুতে বিমানে আসার পর বিমানবন্দরে গ্রেফতার হন।
/anm-bengali/media/media_files/2025/03/16/bpBFfTdvseaiTvZPug1h.jpg)
কৌশলে মাদক পাচার
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ট্রলি ব্যাগের গোপন চেম্বারে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তাকর্মীরা তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এমডিএমএ উদ্ধার করেন।
এ ঘটনায় বেঙ্গালুরুতে মাদকচক্রের সম্ভাব্য নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।