নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি গ্রেটার নয়ডায় বাজেয়াপ্ত করা ১৫০ কোটি টাকার মাদক মামলায় বড় ধরনের তথ্য প্রকাশ করল উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া তিন বিদেশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা একটি কাপড়ের কারখানার আড়ালে মাদকের কারবার চালাচ্ছিল। কাপড়ের বান্ডিলের মধ্যে লুকিয়ে রাখা এসব মাদক নেপাল ও বাংলাদেশে পাঠানো হতো এবং একইভাবে ভারতেও আমদানি করা হতো। কারখানাটি চলছিল গ্রেটার নয়ডার বিটা-১-এ। গ্রেটার নয়ডার বেটা ১-এ অভিযান চালিয়ে পুলিশ প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য এবং বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার করেছিল। গ্রেফতার করা হয় তিন বিদেশিকেও। নয়ডা পুলিশ দাবি করেছে যে এক সপ্তাহের মধ্যে গ্রেটার নয়ডায় এটি দ্বিতীয় বড় অভিযান। এর আগে গত ১৬ মে মাদক তৈরির আরও একটি কারখানায় অভিযান চালায় পুলিশ।