মাদক চোরাচালান চক্র! বড় সাফল্য, পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী

মাদক সরবরাহ রোধে বড় সাফল্য পেল আসাম পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ম,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ আসামের কার্বি আংলং জেলার লাহরিজান এলাকায় বুধবার রাতে পুলিশের গুলিতে এক কুখ্যাত মাদক চোরাকারবারি আহত হয়েছে। অভিযুক্তের নাম শহিদ হুসেন।

জানা গিয়েছে, বুধবার রাতে লাহরিজান এলাকায় অভিযুক্ত চোরাকারবারির বাড়িতে অভিযান চালিয়ে কফিনে ভরা ৯৪টি সাবানের বাক্সের ভেতর থেকে প্রায় ১.১৭৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ। অভিযুক্ত শহিদ হুসেন ও তার সহযোগী আসাদুল রহমানকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বরফ কারখানার আড়ালে মাদক চোরাচালান চক্র চালাচ্ছিল। গ্রেফতারকৃত দু'জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিফুতে পাঠানো হয়েছে।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আসাম পুলিশের প্রচেষ্টার প্রশংসা করেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, "বুধবার, ৫ জুলাই, আসাম সীমান্তের লাহরিজানে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১.১৭৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদকের ভয়াবহতা মোকাবেলায় আসাম পুলিশের দৃষ্টান্তমূলক প্রচেষ্টা অত্যন্ত প্রশংসিত।"