মাদক কারখানা! রাজ্যে রমরমিয়ে চলছে ব্যবসা! এবার পর্দা ফাঁস

মাদকের ব্যবসা! কারখানার হদিশ মিললো। কোথায়?

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বাড়ছে মাদকের কারবার! কারখানায় চলছে মাদক উৎপাদন! এবার পর্দা ফাঁস ডিআরআইয়ের। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগর (ঔরঙ্গাবাদ) এ মাদক উৎপাদনের সাথে জড়িত একটি কারখানাকে ধ্বংস করেছে এবং ২৫০ কোটি টাকারও বেশি মূল্যের মাদক উদ্ধার করেছে। জানা গিয়েছে , কারখানা থেকে  মোট সাড়ে ৪ কেজি মেফেড্রোন, ৪.৩ কেজি কেটামিন এবং প্রায় ৯.৩ কেজি ওজনের মেফেড্রোনের আরেকটি মিশ্রণ উদ্ধার করা হয়েছে। এই মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের অবৈধ বাজার মূল্য ২৫০ কোটি টাকারও বেশি। উদ্ধার করা সমস্ত পদার্থ এনডিপিএস আইন, ১৯৮৫-এর প্রাসঙ্গিক বিধানের অধীনে বাজেয়াপ্ত করা হয়েছে। মূল ষড়যন্ত্রকারী সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

 

 

hiren