নিজস্ব সংবাদদাতা : বাড়ছে মাদকাশক্তি! উদ্ধার প্রচুর পরিমাণ নিষিদ্ধ ক্যাপস্যুল সহ সিরাপ। ট্যুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থল আসাম। হিমন্ত বিশ্ব শর্মার ট্যুইট অনুযায়ী, ২১০০০ নিষিদ্ধ ট্যাবলেট ও ৫০০ বোতল বেরিক্যান সিরাপ বাজেয়াপ্ত করেছে নগাঁও পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। মাদক বিরোধী অভিযানে এহেন সাফল্যে পুলিশকে উদ্বুদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী।