রাজ্যের ১৭৮ জনের বেশি যাত্রী ছিলেন ওই ট্রেনে, জানালেন রেল কর্তা

ওয়াল্টেয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অনুপ কুমার সতপতি জানিয়েছেন, ওড়িশার বালেশ্বর জেলার বাহানাগা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া করমণ্ডল এক্সপ্রেসে অন্ধ্রপ্রদেশের ১৭৮ জনেরও বেশি যাত্রী ছিলেন।

author-image
Pritam Santra
New Update
coromandel express accident

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের মানুষ ছিলেন করমন্ডল এবং হাওড়া-যশবন্ত পুর এক্সপ্রেসে।  ওয়াল্টেয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) অনুপ কুমার সতপতি জানিয়েছেন, ওড়িশার বালেশ্বর জেলার বাহানাগা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া করমণ্ডল এক্সপ্রেসে অন্ধ্রপ্রদেশের ১৭৮ জনেরও বেশি যাত্রী ছিলেন। তিনি দাবি করেছেন যে বিশাখাপত্তনমের জন্য ১০০ জন যাত্রী আসন সংরক্ষণ করেছিলেন। তিনি আরও জানান, সাধারণ কোচে যাত্রীর সংখ্যা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তাই হতাহতের সঠিক সংখ্যার ব্যাপারেও এখনই কিছু বলা যাচ্ছে না।