'মাফিয়ামুক্ত উত্তরপ্রদেশ'! মিলে যাচ্ছে যোগীর কথা

গত মাসে ৬৫ জন কুখ্যাত মাফিয়ার নামের তালিকা প্রকাশ করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার (৪ মে), মিরাটে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল গ্যাংস্টার অনিল দুজানার।

author-image
Aniruddha Chakraborty
New Update
ভনভচ

নিজস্ব সংবাদদাতাঃ গত মাসেই ৬৫ জন কুখ্যাত মাফিয়ার নামের তালিকা প্রকাশ করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার (৪ মে) সেই তালিকা থেকে নাম কাটা গেল আরও এক জনের। এদিন মিরাটে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে গ্যাংস্টার অনিল দুজানা ওরফে অনিল নাগরের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার বলেছেন, রাজ্যকে তিনি দাগী অপরাধী এবং গ্যাংস্টার মুক্ত করতে চান। গত মাসে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছিল, যোগী আদিত্যনাথের শাসনের ছয় বছরে মোট ১৮৩ জন অপরাধী পুলিশের গুলিতে নিহত হয়েছে। একই সময়ে ১৩ জন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনের মৃত্যু হয় কানপুরে গ্যাংস্টার বিকাশ দুবের বিরুদ্ধে অভিযানের সময়। তবে, পুলিশি সংঘর্ষে একের পর এক অপরাধী এবং গ্যাংস্টারদের মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশ পুলিশ এবং যোগী প্রশাসন। বিশেষ করে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক এবং আশরাফ আহমেদের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। ২৮ এপ্রিল আতিক-হত্যা এবং আসাদ-সহ উমেশ পাল হত্যা মামলার অন্য আসামীদের পুলিশি সংঘর্ষে হত্যার তদন্ত সম্পর্কে উত্তরপ্রদেশ সরকারের হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট।