নিজস্ব সংবাদদাতাঃ ডিআরডিও (DRDO) এবং ভারতীয় (India) নৌবাহিনী (Navy) ২১ এপ্রিল বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে সমুদ্র ভিত্তিক এন্ডো-অ্যাটমোসফেরিক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল একটি প্রতিপক্ষের ছোঁড়া ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং সেই মিসাইলকে নিষ্ক্রিয় করা। এই সফল পরীক্ষার ফলে বিশ্বব্যাপী ভারতও নিজের সামরিক শক্তিকে উন্নত করতে সক্ষম হবে।