বছরের শুরুতেই ISRO-র মুকুটে নয়া পালক, নেপথ্যে প্রধানমন্ত্রী মোদী?

আজ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতে মহাকাশে পাড়ি দিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্যাটেলাইট এক্সপোস্যাট।

author-image
SWETA MITRA
New Update
modi isro.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এক্সপোস্যাট মিশন নিয়ে এবার বড় দাবি করলেন কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং (Dr Jitendra Singh)। তিনি আজ এক টুইট বার্তায় জানিয়েছেন, "পিএসএলভি-সি৫৮ এক্সপোস্যাট মিশনের সফল উৎক্ষেপণ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ পৃষ্ঠপোষকতায় যখন টিম ইসরো একের পর এক সাফল্য অর্জন করে চলেছে, তখন মহাকাশ বিভাগের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।“