রাজপথে এখন দ্বিগুণ বৈদ্যুতিক বাস!

রাজধানীবাসীর মুখে হাসি ফুটিয়ে ৪০০টি বৈদ্যুতিক বাস চালু করল কেজরিওয়ালের সরকার। বৈদ্যুতিক বাসের জন্য দিল্লির পরিচিতি একদিন সমাদৃত হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Pallabi Sanyal
New Update
১৩৪৩

নিজস্ব সংবাদদাতা : রাজধানী দিল্লিতে দ্বিগুণ বাড়ল বৈদ্যুতিক বাসের সংখ্যা। সোমবার একযোগে  ৪০০টি বৈদ্যুতিক বাসের উদ্বোধন করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিনাই কুমার সাক্সেনা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট নতুন বাসগুলিকে সবুজ পতাকা প্রদর্শন করার পর বলেন, "দিল্লিতে বৈদ্যুতিক বাসের সংখ্যা এখন ৮০০-এ পৌঁছেছে। আমি এই জন্য দিল্লিবাসীকে অভিনন্দন জানাতে চাই।" কেজরিওয়াল জানান যে এই বাসগুলি ভর্তুকি প্রকল্পের অধীনে ৯২১টি বাসের অংশ যার জন্য ৪১৭ কোটি টাকা ভর্তুকি দিয়েছে কেন্দ্র। দিল্লি সরকার ৩৬৭৪ কোটি টাকা ব্যয় করবে।  ২০২৫ সালের শেষ নাগাদ দিল্লির রাস্তায় মোট ৮০০০টি বৈদ্যুতিক বাস চালু করাই লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সময়ে দিল্লিতে ১০,০০০ টিরও বেশি বাস থাকবে যার মধ্যে ৮০ শতাংশই চলবে বিদ্যুতে। খুব শীঘ্রই বৈদ্যুতিক বাসের জন্য সারা বিশ্বে পরিচিত হবে দিল্লি। এমনই আশা প্রকাশ করেছেন কেজরিওয়াল।