মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় ভুল বার্তা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া, সতর্ক করলেন ডিএম

২ ও ৩ ফেব্রুয়ারি ‘বসন্ত পঞ্চমী’ উপলক্ষে নতুন ডাইভারশন চালু হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maha_kumbh

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রাঙ্গণে পদপিষ্টের ঘটনার ২ দিন পার। ইতিমধ্যেই ওই দুর্ঘটনাকে নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। কার্যত যোগী সরকারের এত ব্যবস্থাপনা প্রশ্নের মুখে চলে এসেছে নিমেষেই। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। আরও নিরাপত্তা আঁটোসাঁটো হয়েছে প্রয়াগরাজে।

তবে এই নিরাপত্তা নিয়েও ছড়িয়েছে ভুল তথ্য। প্রয়াগরাজে যানবাহন নিষেধাজ্ঞা নিয়েও ছড়িয়েছে রটনা। আর তাই এবার সম্পূর্ণ বিষয় খোলসা করলেন খোদ জেলাশাসক।

প্রয়াগরাজ জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) রবীন্দ্র কুমার মান্দার ঘোষণা করেছেন যে মহাকুম্ভ মেলার সময় আরোপিত যানবাহন প্রবেশের নিষেধাজ্ঞা ৩০ জানুয়ারি থেকে তুলে নেওয়া হয়েছে। ডিএম মান্দার কথায়, “একটি ভাইরাল বার্তায় দাবি করা হয়েছে যে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন”।

Prayagraj

তিনি ব্যাখ্যা করেন যে শুধুমাত্র মৌনি অমাবস্যার 'অমৃত স্নান' উপলক্ষে ডাইভারশন পরিকল্পনা কার্যকর ছিল। এখন ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি এবং ৪ ফেব্রুয়ারিতে যান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে ২ ও ৩ ফেব্রুয়ারি ‘বসন্ত পঞ্চমী’ উপলক্ষে নতুন ডাইভারশন চালু হবে।

ডিএম মান্দার বলেন, ২ ও ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে ডাইভারশন নিয়ম পুনরায় কার্যকর হবে। সেক্ষেত্রে, মেলা এলাকায় যান চলাচলের জন্য বিশেষ নিয়ম জারি করা হবে। মেলা অফিসার ও ডিআইজি যানবাহন নিয়ন্ত্রণের জন্য পৃথক নির্দেশনা দেবেন। কমিশনারেট এলাকার মধ্যে যানবাহনের ওপর কোনো বিধিনিষেধ থাকবে না।

prayagraj-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg