ক্রমশ বাড়ছে পারিবারিক সহিংসতা

গার্হস্থ হিংসা ভারতে এক আইনি অপরাধ। এর জন্য ১০ বছরের সাজা রয়েছে।

author-image
Adrita
New Update
h

ফাইল ছবি নিজস্ব

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের পেনাল কোড অনুযায়ী, পারবারিক সহিংসতা এক দণ্ডনীয় অপরাধ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ডেটাতে প্রতি বছর একাধিক পারিবারিক হিংসার রিপোর্ট আছে। এনসিডব্লিউ প্রধান রেখা শর্মা বলেছেন, " বেশিরভাগ ক্ষেত্রেই পারিবারিক সহিংসতার ঘটনা বেড়েছে ৷ পুলিশ, আইন বা সরকারের এতে কোনও ভূমিকা নেই, ভূমিকা আমি সব সময় বলি যে আমরা যতই কঠোর আইন প্রণয়ন করি না কেন, সরকার যতই সতর্কতার সাথে এ ব্যাপারে কাজ করুক না কেন। সমাজের চিন্তা প্রক্রিয়ার পরিবর্তন না হলে এবং নারীদের অধিকার না দেওয়া পর্যন্ত আমাদের সমাজ চলবে না। সমান হিসাবে বিবেচিত। এটি এমন একটি বিষয় যা আপনি তথ্যে দেখতে পাচ্ছেন। ধর্ষণের ঘটনায় পরিবারের সদস্যরাও জড়িত থাকে। "