সীমান্তে চোরাচালানকারীদের উপদ্রব! অভিনব পন্থা বিএসএফের

ভারত ও বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালানকারীদের রুখতে নয়া উদ্যোগ নিল বিএসএফ।

author-image
Aniruddha Chakraborty
New Update
ন,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ এবার গরু চোরাকারবারিদের হাতেনাতে ধরবে কুকুর! গবাদি পশু চোরাচালান রোধে একটি ডগ স্কোয়াড চালু করছে বর্ডার সিকিউরিটি ফোর্স( বিএসএফ)। দিল্লিতে অবস্থিত বিএসএফ সদর দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এএনএম নিউজকে জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ও ভারত সীমান্তে গরু চোরাচালানকারীরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালানোর ঘটনার পর ডগ স্কোয়াড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'চোরাচালানকারীদের রুখতে সশস্ত্র বিএসএফ সদস্যদের সঙ্গে প্রথম সারিতে থাকবে কুকুর।' বিএসএফের কর্মকর্তা বলেন, "সাধারণত অবৈধ কার্যকলাপের সময় অন্ধকারে গবাদি পশু ও চোরাকারবারিদের খুঁজে বের করার জন্য কুকুরগুলোকে প্রশিক্ষণ দেওয়া হবে।" সূত্রে খবর, বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়াল সম্প্রতি ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন, যেখানে সীমান্তে ডগ স্কোয়াড প্রবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।