মোমো কারখানায় হানা স্বাস্থ্য আধিকারিকদের! ফ্রিজ থেকে উদ্ধার কুকুরের মাথা

পাঞ্জাবে একটি মোমো কারখানায় হানা দিয়ে ফ্রিজ থেকে কুকুরের মাথা উদ্ধার করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
momo factory

নিজস্ব সংবাদদাতা: পাঞ্জাবের মোহালিতে একটি অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা মোমোর কারখানায় অভিযান চালান স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। সেখানেই ফ্রিজ থেকে কুকুরের মাথা উদ্ধার করা হয়েছে।  মোহালিতে অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা খাবার তৈরির কারখানাগুলোতে অভিযান চালানো শুরু করেছে স্বাস্থ্য আধিকারিকরা। মোহালির মাতাউর গ্রামে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে ওঠা মোমো ও স্প্রিং রোলের কারখানায় হানা দেয় স্বাস্থ্য আধিকারিকরা। সেখানে পচা, নষ্ট হয়ে যাওয়া মাংস উদ্ধার করেন স্বাস্থ্য আধিকারিকরা।  জানা যায়, প্রথমে কারখানার তরফে স্বাস্থ্য আধিকারিকদের ওই মোমোর কারখানায় অভিযান চালাতে বাধা দেওয়া হয়। সেখানেরই একটি ফ্রিজ থেকে একটি মৃত কুকুরের মাথা উদ্ধার হয়েছে। তবে সেখানে কুকুরটির শরীরের বাকি অংশ ছিল না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কুকুরটি পাগ প্রজাতির। 

momos