নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় হামুন ৷ ঘূর্ণিঝড়ের নাম ‘হামুন’ দিয়েছে ইরান দেশ ৷ ফার্সি ভাষায় মরুভূমিতে প্রাকৃতিক হ্রদ বা বড় জলাশয়কে বলা হয় হামুন ৷ ফার্সি ভাষায় এই হ্রদ বা জলাশয় থেকেই নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড়ের ৷
হেলমান্দ অববাহিকা সংলগ্ন অঞ্চলে প্রাকৃতিক মৌসুমী জলাধার হিসেবে গঠিত। যা পূর্ব ইরান, দক্ষিণ আফগানিস্তান এবং পশ্চিম পাকিস্তান জুড়ে পাওয়া যায়। এই এলাকা গুলিতে বেশ কিছু হামুন বা হ্রদ রয়েছে। যা হল যথাক্রমে -
- হামুন-ই হেলমান্দ , আফগানিস্তান এবং ইরান
- হামুন লেক , ইরান ও আফগানিস্তান
- হামুন-ই জাজ মুরিয়ান , ইরান
- হামুন-ই মাশকেল বা মাশকিদ, বেলুচিস্তান প্রধানত পাকিস্তান ও সীমান্তে।
- হামুন-ই পুজাক, আফগানিস্তান
- সিস্তানের হামুন-ই সাবেরি , ইরান-আফগানিস্তান সীমান্তে
- হামুন জেহেহ, গোদ-ই জেরেহ বা গডজারেহ বিষণ্নতা , আফগানিস্তান