নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি ইএমআই-তে মোবাইল ফোন কেনেন ? জানেন এতে হতে পারে আপনার বড় ক্ষতি। ইএমআই এর জন্য আপনাকে প্যান কার্ডের তথ্য দিতে হয়। আর এখানেই আপনার জন্য পাতা রয়েছে বড় ফাঁদ।
জানা গিয়েছে যে, প্যান নম্বর দিয়েই ঘটছে বড় বড় জালিয়াতি। তবে আপনার সুরক্ষিত থাকার উপায় আছে। আপনি কিভাবে জানবেন যে আপনার প্যান নম্বর সুরক্ষিত আছে? জানা গিয়েছে যে, নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, রেজিস্টার ফোন নম্বর এবং প্যান ডেটা দিয়ে লগ ইন করলেই জানতে পারবেন আপনার সব তথ্য।
তবে যদি আপনি জালিয়াতির শিকার হন তাহলে কি করবেন? জানা গিয়েছে যে, NSDL-এর পোর্টালে গিয়ে সেখানে কমপ্লেইন বিভাগে অভিযোগ জানিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তারই সাথে প্রতারণার যাবতীয় তথ্যও দিতে হবে।