নিমেষে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট! এই ভুল আর নয়

চেক লিখতে বসেছেন? কিছু ভুল করবেন না নইলে মারাত্মক কিছু ঘটে যেতে পারে। যাঁরা নিয়মগুলি জানেন না তাঁরা একবার পড়ে নিতে পারেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
cheque

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: টাকার লেনদেনের জন্য যে জিনিসটি সব থেকে বেশি নিরাপদ বলে মনে করা হয়, সেটি হল চেক। যতই নিরাপদ হোক, চেক সই করে কাউকে দেওয়ার সময়ে কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। না হলে সেই চেক বাতিল পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে।

১. যাকে টাকা দেবেন তার নাম চেকে লিখতে হয় ঠিক করে। ধরুন, বিনীত পালের নাম লিখলেন। নাম ও পদবীর মধ্যে বুঝে ফাঁকা জায়গা রাখুন। না হলে বিনীতকে বিনীতা বানিয়ে দেওয়া যাবে। 

২. ‘বেয়ারার চেক’ কাউকে দিলে অবশ্যই ‘বেয়ারার’ অপশনে টিক দিতে ভুলবেন না। ধরুন আপনি কাউকে ‘বেয়ারার চেক’ দিচ্ছেন, যদি সেই চেকে ‘বেয়ারার’ অপশনে টিক না দেন তাহলে ওই চেক থেকে যে কেউ টাকা তুলে নিতে পারেন।

৩. চেকের অ্যামাউন্ট বসানোর পরে অবশ্যই ‘/-‘ চিহ্ন দেবেন। তাতে কোনওভাবেই অতিরিক্ত কোনও সংখ্যা বসিয়ে জালিয়াতি করা যাবে না। প্রতিটি সংখ্যার মধ্যে কোনও ফাঁকা জায়গা রাখবেন না।

৪. অনেক সময়েই অনেক চেক বাতিল হয়ে যায়। সেই ক্ষেত্রে চেকটি ছিঁড়ে ফেলা উচিত। নইলে চেকটিতে ‘ক্যানসেলড’ লিখে দিন।