GPay করার আগে এই অ্যাপ খুলেছেন কি? সর্বনাশ! সতর্ক করল Google

অনলাইনে বিশেষ করে Google Pay-র মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সাবধানে ব্যবহার করুন। জালিয়াতি এতেও কম হচ্ছে না।

author-image
Anusmita Bhattacharya
New Update
gpay

নিজস্ব সংবাদদাতা: Google Pay এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় UPI পেমেন্ট অ্যাপ হয়ে উঠেছে। ভারতের মার্কেট শেয়ারের নিরিখে GPay সর্বাধিক ব্যবহৃত পাঁচটি অ্যাপের একটি এখন। তার থেকেও বড় কথা মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা Google- এর পেমেন্ট অ্যাপের সবথেকে বড় মার্কেট রয়েছে এই ভারতেই। এহেন GPay ব্যবহার করতে গিয়েও মানুষকে জালিয়াতির মুখ পড়তে হয়। সার্চ ইঞ্জিন জায়ান্ট বলছে যে রিয়্যাল টাইম ভিত্তিতে সন্দেহজনক লেনদেন ধরার জন্য গুগলের সেরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

গুগলের পরামর্শ, Google Pay ব্যবহার করার সময় ফোনের মধ্যে থাকা সমস্ত স্ক্রিন শেয়ারিং অ্যাপগুলি বন্ধ করে রাখতে হবে। লেনদেন করার সময় ভুলেও স্ক্রিন শেয়ারিং অ্যাপ ব্যবহার করা উচিত না।