কিছুক্ষণ পরেই শুরু চন্দ্রগ্রহণ! একদম এই কাজ করবেন না...

আজ চন্দ্রগ্রহণ সেটা অনেকেই জানে। যারা যারা এটা মানেন তাদের জন্য এই প্রতিবেদন বিশেষভাবে পড়া উচিত। কারণ এখানে বিশেষ কিছু কাজের কথা লেখা আছে যেগুলো করা উচিত নয় আজ।

author-image
Anusmita Bhattacharya
New Update
chanda

নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ পরেই ভারতে শুরু হতে চলেছে আংশিক চন্দ্রগ্রহণ। এই গ্রহণ মোট এক ঘন্টা উনিশ মিনিট চলবে। চন্দ্রগ্রহণ আজ রাত ১১:৩১ মিনিটে শুরু হবে এবং ২৯ অক্টোবর ভোর ৩.৩৬ মিনিটে শেষ হবে। মধ্যরাতে ভারতের সব এলাকা থেকে দেখা যাবে এই দৃশ্য। এই সময়ে খাবার গ্রহণ করা উচিত নয়। ধার্মিক আচার-আচরণ পালন করাও উচিত নয়। নির্জন স্থানে অথবা শ্মশানে যাবেন না। নতুন কোনও কাজ শুরু করবেন না।

hiring.jpg