মণিপুরঃ প্রাণ গেল ১৪৩ জনের, জানিয়ে দিলেন সাংসদ

গতকাল সোমবারই মণিপুর সহিংসতা মামলায় বড় ধরনের হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট মণিপুর সহিংসতার তদন্ত পর্যবেক্ষণ করতে সম্মত হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
maniiiidmk.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর (Manipur) ইস্যুতে এবার সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন  ডিএমকে সাংসদ টি আর বালু। তিনি বলেন, "মণিপুরের সংখ্যালঘুদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহত হয়েছেন ১৪৩ জন। ৬৫,০০০ মানুষ রাজ্য ছেড়ে পালিয়েছে। মণিপুরের রাস্তায় দু'জন মহিলাকে নগ্ন করে গণধর্ষণ করা হয় এবং নগ্ন করে হাঁটানো হয়। কিন্তু মুখ্যমন্ত্রী অসহায়। প্রধানমন্ত্রী সংসদে আসছেন না এবং তিনি মণিপুর রাজ্যেও যাননি। অন্যদিকে, আই.এন.ডি.আই. দলগুলি সেখানে গিয়েছিল এবং বুঝতে পেরেছিল যে কী ঘটেছে।“