নিজস্ব সংবাদদাতা: গতকাল লোকসভায় হিন্দি বলয়ের রাজ্যগুলোকে গোমূত্র রাজ্য বলে কটাক্ষ করেছিলেন ডিএমকে সাংসদ ডিএনবি সেন্থিলকুমার এস। আজ সেটা নিয়ে অনুতপ্ত তিনি এমনটাই ঘোষণা করলেন প্রকাশ্যে। বলেন, 'গতকাল আমি যে মন্তব্য করেছি তাতে যদি কারোর ভাবাবেগে আঘাত লাগে তাহলে আমি আমার কথা তুলে নিচ্ছি। আমি অনুরোধ করছি এই শব্দগুলো নির্মূল করে দেওয়া হোক লোকসভার প্রক্রিয়া থেকে। আমি অনুতপ্ত'।