নিজস্ব সংবাদদাতাঃ ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বলেন, "আজ আমাদের সংখ্যালঘু বিজেপি সরকার রয়েছে। তারা বুঝতে পেরেছে যে তাদের সংবিধান অনুসরণ করতে হবে। বিরোধীরা নিশ্চিত করবে যে সংবিধান অনুসরণ করা হচ্ছে। নিট সবচেয়ে বড় জালিয়াতি। তামিলনাড়ুতে আমরা বলে আসছি আমাদের নিটের দরকার নেই। আমাদের ছাত্রদের কেন শাস্তি দিচ্ছেন? কোটায় কেন এত পড়ুয়া আত্মহত্যা করছে?"