'গোমূত্র রাজ্য'! বিজেপিকে আক্রমণ করে বিতর্ক উস্কে দিলেন এই সাংসদ

'গোমূত্র রাজ্য' বলে বিজেপিকে আক্রমণ করে বিতর্ক উস্কে দিলেন এই সাংসদ। ফলে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। ঠিক কী বলেছেন তিনি? ক্লিক করে জানুন এখানে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
senthil

নিজস্ব সংবাদদাতা: এবার হিন্দি বলয়ের রাজ্যগুলিকে ‘গোমূত্র’ রাজ্য হিসেবে চিহ্নিত করে বিতর্কে ডিএমকে সাংসদ ডিএনবি সেন্থিলকুমার এস। মঙ্গলবার সংসদের শীতকালীন অধিবেশনের সময় লোকসভায় ডিএমকে সাংসদ বলেন যে মূলত হিন্দি বলয়ের রাজ্যগুলিতে নির্বাচনে জেতে বিজেপি। এই রাজ্যগুলিকে ‘গোমূত্র রাজ্য’ হিসেবে বিবেচনা করেন তাঁরা।সেই মন্তব্য ঘিরে তুমুল শোরগোল পড়ে গেছে। তাঁকে পাল্টা আক্রমণ করল এবার বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি দাবি করেছেন যে এটা সনাতন ঐতিহ্যের বড়সড় অপমান। সেইসঙ্গে তিনি বলেন যে দেশের মানুষের ভাবাবেগের সঙ্গে ছেলেখেলা করলে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যোগ্য জবাব দেবেন সাধারণ মানুষ।

মঙ্গলবার সংসদে ডিএমকে সাংসদ বলেন যে এই দেশের মানুষের বোঝা উচিত যে এই বিজেপির ক্ষমতা শুধুমাত্র হিন্দি বলয়ের রাজ্যে নির্বাচন জয়লাভের মধ্যে সীমাবদ্ধ। যে রাজ্যগুলিকে আমরা সাধারণত গোমূত্র রাজ্য বলি। বিজেপি দক্ষিণ ভারতে আসতে পারে না। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা এবং কর্ণাটকে কী ফলাফল হয়েছে; তা দেখুন।