নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইতে রাজ্যসভায় বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের নিন্দা করে ভালুভার কোট্টমে ডিএমকে সদস্য ও নেতারা বিক্ষোভ করেছেন।
#WATCH | Tamil Nadu | DMK members and leaders hold protest at Valluvar Kottam and condemn Union Home Minister Amit Shah's remark in Rajya Sabha over BR Ambedkar, in Chennai pic.twitter.com/fds8AMufxz
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় বলেছিলেন যে, '' বাবাসাহেব আম্বেদকর জির নাম নেওয়া একটি ফ্যাশন হয়ে গেছে। ''
আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে নিন্দায় বিক্ষোভে ডিএমকে সদস্য ও নেতারা
বিক্ষোভে ডিএমকে সদস্য ও নেতারা।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাইতে রাজ্যসভায় বিআর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের নিন্দা করে ভালুভার কোট্টমে ডিএমকে সদস্য ও নেতারা বিক্ষোভ করেছেন।