BREAKING NEWS: তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবির ভাষণ সম্পর্কে ডিএমকে নেতা টি.কে.এস. এলাঙ্গোভান বলেছেন, "তামিলনাড়ু কোথায় তা তিনি জানেন না। তাঁকে প্রথমে তামিলনাড়ু কোথায় তা খুঁজে বের করতে হবে। গত ২৫ বছর ধরে রাজ্যপালের ভাষণের আগে বিধানসভায় তামিল সঙ্গীতই প্রথম গাওয়া হয়েছিল। তারপর সবশেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়ে থাকে। তামিল সঙ্গীত চালু হওয়ার এই রীতি গত ২০-২৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। রাজ্য সরকারের নীতি অনুযায়ী রাজ্যপালকে ভাষণ পড়তে দেওয়া হয়। এমনকি সংসদেও রাষ্ট্রপতির ভাষণ সরকারী মন্ত্রীসভা প্রস্তুত করে, রাষ্ট্রপতি সেটা নিজে করেননা। ইতিমধ্যেই অনেকে তাঁকে নিয়ে হাসাহাসি করছে। সে একজন জোকার হয়ে উঠছে।"