ব্রেকিং: প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হলেন ডিকে শিবকুমার

চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে গ্রিসের রাজধানী এথেন্স থেকে সরাসরি সকাল ৬টা নাগাদ বেঙ্গালুরুতে পৌঁছান প্রধানমন্ত্রী।

author-image
SWETA MITRA
New Update
modi shivkuma.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সকাল ৬টা নাগাদ সরাসরি বেঙ্গালুরুতে পৌঁছান। যদিও তাঁকে স্বাগত জানাতে কর্ণাটকের (Karnataka) রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী, কাউকেই দেখা যায়নি বিমানবন্দরে। আর এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে।  তাঁকে স্বাগত জানাতে দেখা যায়নি। এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী।

impact

 যদিও প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি কর্ণাটকের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে না আসার অনুরোধ করেছেন। এই প্রসঙ্গে এবার মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivkumar)। তিনি জানান, 'প্রধানমন্ত্রী যা বলেছেন তার সঙ্গে আমি পুরোপুরি একমত। আমাদের তাকে গ্রহণ করার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য পেয়েছি, তাই আমরা এটিকে সম্মান জানাতে চেয়েছিলাম... রাজনৈতিক খেলা শেষ, এখন আমরা উন্নয়নের দিকে তাকিয়ে আছি। মুখ্যমন্ত্রী অথবা আমি তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ছিলাম, কিন্তু যেহেতু আমাদের বলা হয়েছিল যে তাঁকে নিতে না যাই যেন আমরা।‘