আরও চওড়া শিবকুমার বনাম সিদ্দারামাইয়া 'দ্বন্দ্ব'! বাড়ছে সমস্যা

আবারও একবার শিরোনামে উঠে এলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

author-image
SWETA MITRA
New Update
dk shivkumar.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নেতৃত্বাধীন কংগ্রেস সরকার শাসন করছে। ডি কে শিবকুমার (DK Shivkumar) উপ-মুখ্যমন্ত্রী। নির্বাচনের সময় থেকেই সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের মধ্যে একপ্রকার ঠাণ্ডা যুদ্ধ চলছে। এটি আকার নেয় যখন মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য লড়াই শুরু হয়। এরপর দলীয় নেতৃত্বের শুরু করা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। তবে বলা হচ্ছে, দু'জনের মধ্যে ক্ষমতার লড়াই নতুন করে বিরাজ করছে। দলের সিনিয়র নেতা এবং বিধায়করা মাঝে মাঝে প্রকাশ্যে এটি সম্পর্কে কথা বলেন এবং গুঞ্জন তৈরি করেন। এদিকে এই নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ডিকে শিবকুমার। তিনি বলেন, "দল ও সরকারের অভ্যন্তরীণ বিষয় যাই হোক না কেন, বিধায়করা মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে আলোচনা করতে পারেন।  তবে কোনো কারণেই গণমাধ্যমের সামনে তার কথা বলা উচিত নয়। দলীয় কর্মীরা, আমরা, আপনারা, রাজ্যের মানুষ কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে এসেছি। আমি আজ, আগামীকাল, পর আর কখনও বলব না যে ডি কে শিবকুমার একাই ক্ষমতায় এসেছেন।“