নিজস্ব সংবাদদাতা : জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস (DELIMITATION) ইস্যুতে এবার কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন, কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি.কে. শিবকুমার। তিনি বলেন, '' কংগ্রেস পার্টি জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস (DELIMITATION)-এর তীব্র বিরোধিতা করছে। বিজেপি দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির লোকসভা আসন কমাতে চাইছে, যা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়।" ডিলিমিটেশন ইস্যুতে শিবকুমারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।