দীপাবলির উপহার নতুন ডাক ভবন কাম পাসপোর্ট কেন্দ্র!

দীপাবলিতে উন্নয়নের জোয়ার! একই ছাদের তলায় মিলবে পাসপোর্ট ও চিঠি! বড় উদ্যোগ মোদী সরকারের।

author-image
Pallabi Sanyal
New Update
aaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : এই দীপাবলি যেন সত্যিই স্পেশাল  গোড্ডা লোকসভা কেন্দ্রের মানুষদের জন্য। উদ্বোধন হতে চলেছে নতুন ডাক ভবন কাম পাসপোর্ট কেন্দ্রের। খুশির খবরটি জানিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন,
''দীপাবলি এবং ছট পূজা উপলক্ষ্যে, গোড্ডা লোকসভায় আনন্দ ও উন্নয়নের ঝড় বইছে এবং  গোড্ডার নতুন ডাক ভবন কাম পাসপোর্ট কেন্দ্রের উদ্বোধন এবং এর ভার্চুয়াল উদ্বোধন করবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। অবিলম্বে পাসপোর্ট করুন, কয়েক মিনিটের মধ্যে দেওঘর থেকে ফ্লাইট নিন এবং ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনও কোণায় পৌঁছে যান। বিদেশ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা।''