নিজস্ব সংবাদদাতা: বিহারের জেলাশাসক আমান সমীর এদিন ছাপড়ার ঘটনা প্রসঙ্গে বলেন, “গতকাল ৩১৮-৩১৯ নম্বর ভোট কেন্দ্রের কাছে একজন প্রার্থী আসার পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। উত্তেজনা সৃষ্টি হওয়ার পরে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে পুলিশ নিযুক্ত করা হয় সেখানে। আজ সকালে ফের বিজেপি এবং আরজেডি উভয় দলের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তাদের মধ্যেই একজন প্রাণ হারায় সেই সংঘর্ষে। অন্য দুজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এই মুহুর্তে নিয়ন্ত্রণে আছে”।
/anm-bengali/media/media_files/jQELnBXP2pq0WTm1iARk.jpg)
/anm-bengali/media/media_files/q6nzMiOHms9QZDAPW26G.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)