নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার শূন্য পদগুলির জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এর কয়েক দিন পরে বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী দলীয় মনোনয়ন পেতে পারেন। নিজেদের ক্ষমতায় তৃণমূল তাঁদের ৬ জন প্রার্থীকে রাজ্যসভায় নির্বাচিত করতে সক্ষম হবে।
তৃণমূল এরই মধ্যে ৬ জনের নাম ঘোষণা করেছে। তবে রাজ্যসভার বর্তমান সদস্য শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবের মেয়াদ সম্পূর্ণ হয়ে যাওয়ায় তাঁদের মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। রাজ্য বিধানসভায় বর্তমান বিধায়কদের ক্ষমতার জেরে বিজেপি তাদের একজন মনোনীত প্রার্থীকে রাজ্যসভায় নির্বাচিত করতে পারে। সূত্র মারফত এএনএম নিউজ জানতে পেরেছে যে, দীনেশ ত্রিবেদী সম্ভাব্য বিজেপি প্রার্থী।