নিজস্ব সংবাদদাতা: নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, "ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, বিশ্বব্যাপী সেবার জন্য বিখ্যাত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এই ধরনের সেবা সংস্থা দেশকে নষ্ট করছে। ভোট ব্যাঙ্কের চাপে তপস্বী সাধুদের অসম্মান করছে তৃণমূল।"
/anm-bengali/media/media_files/PZ5qcVHvuhlUGBjRqi3U.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)