ক্ষমতার লোভ, বিজেপিতে যোগ দান, বিস্ফোরক কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং

কংগ্রেস নেতাদের বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য করেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, এখানে কোনও ভাবাদর্শ নেই। শুধু রয়েছে ক্ষমতায় থাকার লোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
Digvijay Singh editted.jpg

নিজস্ব সংবাদদাতা: বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছেন, " দেশে তিনটি রাজনৈতিক মতাদর্শ রয়েছে- কমিউনিস্ট, গান্ধী-নেহেরু আদর্শ যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং তৃতীয়টি হল আরএসএস। যাঁরা বিজেপির জন্য কংগ্রেস ছেড়ে যাচ্ছেন, আমি মনে করি না তাঁদের কোনও ভাবাদর্শ ছিল। তাহলে তাঁরা কখনোই কংগ্রেসে যোগ দিতে পারতেন না। শুধুমাত্র ক্ষমতার কারণে কংগ্রেস নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। "

digbijay singh edit.jpg

 

tamacha1.jpg

tamacha.jpeg