জি-২০ সম্মেলন : ডিজিটাল রূপান্তর! দেখুন ভিডিও

ধাপে ধাপে এগিয়েছে ভারত। হয়েছে ডিজিটাল ইন্ডিয়া। এবার জি-২০ সম্মেলনেও ফুটে উঠবে সেই ধাপ। এমনই প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। অতিথিদের ওপর কতটা প্রভাব ফেলে এই উদ্যোগ সেটাই এখন দেখার।

author-image
Pallabi Sanyal
New Update
1123

নিজস্ব সংবাদদাতা : ডিজিটাল ইন্ডিয়া!  জি-২০ সম্মেলনে ফুটে উঠবে এবার ডিজিটাল রূপান্তর।  বিশ্ব নেতাদের হাত ধরে সাক্ষী থাকবে গোটা বিশ্ব। ভারত সরকারের  ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক দিল্লির ভারত মণ্ডপে ডিজিটাল ইন্ডিয়া এক্সপেরিয়েন্স জোন নিয়ে এসেছে।প্রেসিডেন্ট ও সিইও ন্যাশনাল ই-গভর্ন্যান্স ডিভিশন, এমডি ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এবং সিইও মিশন কর্মযোগী, অভিষেক সিং এর কথায়, এই স্টলের মাধ্যমে,  আকর্ষক পদ্ধতিতে ডিজিটাল রূপান্তর দেখানোর চেষ্টা করা হয়েছে।স্ক্রিনে ভেসে উঠবে আধার, আয়ুষ্মান ভারত, ইউপিআই সংক্রান্ত তথ্য। ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে একটা ধারণা তৈরি হবে।