নিজস্ব সংবাদদাতা: মৌনী অমাবস্যায় মহাকুম্ভ এলাকায় ব্যাপক ভিড়। এরই মধ্যে সমস্ত ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ প্রশাসন। ডিআইজি মহাকুম্ভ, বৈভব কৃষ্ণ ত্রিবেণী সঙ্গম ঘাটে ঘোড়ায় সওয়ার করা পুলিশকে নির্দেশ দিয়েছেন ভক্তদের সরানোর জন্য।
#WATCH | Prayagraj #MahaKumbh2025 | DIG Mahakumb, Vaibhav Krishna orders horse-mounted police personnel to move devotees in order to vacate Triveni Sangam ghat pic.twitter.com/5Z3PHIndet