নিজস্ব সংবাদদাতা : মিজোরাম বিধানসভা নির্বাচন! ডবল ইঞ্জিন সরকারই লক্ষ্য বিজেপির। নির্বাচনী প্রচারও অন্যদের মতো নয়। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, "মিজোরামের নির্বাচনী প্রচার খুবই অনন্য, নির্বাচনী প্রক্রিয়া এবং মিজোরামে প্রচারের পদ্ধতিটিও অনন্য এবং দেশের বাকি অংশ থেকে খুব আলাদা। আপনি কোনো নির্বাচনী পোস্টার, ব্যানার, স্লোগান, ঘরে ঘরে প্রচারণা দেখতে পাবেন না। এমন কিছু ঘটছে না, যা দেখে মনে হচ্ছে নির্বাচন চলছে। কিন্তু অভ্যন্তরীণভাবে নির্বাচনী প্রক্রিয়া চলছে। কিছু ধরনের তৎপরতা আছে, কিছু মিটিং চলছে, কিন্তু তা একেবারেই ভিন্ন উপায়ে। বিজেপি এবার মিজোরামে তাদের উপস্থিতি দেখিয়েছে, আমি খুব আশাবাদী যে আমরা কিছু ভাল সংখ্যক আসন জিততে সক্ষম হব এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। " বিজেপির ফলাফল নিয়েও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী। বলেন,"বিজেপি বিধানসভায় আমাদের উপস্থিতির মাধ্যমে মিজোরামের উন্নয়নে একটি বৃহত্তর ভূমিকা এবং বৃহত্তর ভূমিকা পালন করবে। বিজেপি খুব চিত্তাকর্ষক সংখ্যক আসন জিতবে এইবার। যদি মিজোরামে বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কেন্দ্রের পাশাপাশি রাজ্যেও আমাদের ডবল ইঞ্জিনের সরকার থাকবে।"
প্রসঙ্গত, এ ছাড়াও ৫ রাজ্যে সামনেই নির্বাচন রয়েছে। তার ওপর ২০২৪-এ লোকসভা নির্বাচন। সব মিলিয়ে দেশে এখন নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজনৈতিক দলগুলি। চলছে জোরকদমে প্রচার। যদিও শেষ কথা বলবে জনগণ। লোকসভা নিয়েও পারদ কম চড়ছে না। মোদী সরকার গদি ধরে রাখতে পারবে নাকি ইন্ডিয়া জোট জিতে যাবে, সেই নিয়েও চলছে বিস্তর জল্পনা।
#WATCH | Aizawl: On the Mizoram Assembly elections, Union Minister Kiren Rijiju says, "...BJP will play a greater part and greater role in, the development of Mizoram through our presence in the legislative assembly. BJP will win a very impressive number of seats this time...If… pic.twitter.com/LjJOTUvjjk
— ANI (@ANI) October 29, 2023
#WATCH | Aizawl: On the Mizoram Assembly elections, Union Minister Kiren Rijiju says, "...The electioneering in Mizoram is very unique, election process and the campaigning method in Mizoram is also unique and very different from the rest of the country... You won't see any… pic.twitter.com/bc8v3bFfy2
— ANI (@ANI) October 29, 2023