নিজস্ব সংবাদদাতা: ইনকাম ট্যাক্স রিটার্নস ফাইলিংয়ের সময়সীমা তো প্রায় শেষ। ৩১ জুলাই, ২০২৩ তারিখের মধ্যেই আইটিআর ফাইল করতে হবে। কিন্তু যাঁরা সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও প্যান-আধার লিঙ্ক করাননি, তাঁদের প্যান কার্ড ইনঅপারেটিভ হয়ে গিয়েছে। এমতাবস্থায় আর প্যান-আধার লিঙ্ক করা যাবে না। কী বলছে আয়কর বিভাগ বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট?
এখনও পর্যন্ত যাঁরা প্যান-আধার লিঙ্ক করিয়ে উঠতে পারেননি, তাঁদের জন্য বড় স্বস্তির খবর। আয়কর বিভাগ ঘোষণা করেছে যে প্যান ইনঅপারেটিভ হয়ে গেলেও তাঁরা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারবেন আগামী ৩১ জুলাই, ২০২৩ তারিখের মধ্যে। গত মাসে যাঁরা প্যান-আধার লিঙ্ক করাননি, তাঁদের প্যান নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় তাঁরা নানা সমস্যার সম্মুখীন হন। উদ্বেগে রয়েছেন এনআরআই এবং ওসিআই-রা। তাঁরা এই প্যান-আধার লিঙ্কিংয়ের আওতা থেকে ছাড় পেয়েছেন।সেই উদ্বেগের বিষয়ে কথা বলতে গিয়েই আয়কর বিভাগ এই নির্দেশ দেয়।