নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে মঙ্গলবারও কোনও সিদ্ধান্ত নিতে পারল না কংগ্রেস। দিল্লিতে দলীয় শীর্ষ নেতৃত্বের দফায় দফায় বৈঠকের পরেও ঠিক করা গেল না কর্ণাটকের কুর্সি কাকে দেওয়া হবে। এই বিষয়ে কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং ডি কে শিবকুমারের দলের সুপ্রিমো খাড়গের সঙ্গে আলাদা কোনও বৈঠক হয়নি, আনুষ্ঠানিক বৈঠকে দলের সুপ্রিমো খাড়গেকে কর্ণাটক নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে বেরিয়ে কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন বলেন, "কোনও বৈঠক হয়নি। এগুলো ছিল সৌজন্য সাক্ষাৎ। ডি কে শিবকুমার এবং সিদ্দারামাইয়া জাতীয় সভাপতির সঙ্গে দেখা করেছেন, নির্বাচনে যা ঘটেছে তা নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন। জাতীয় পর্যায়ে এখনও আলোচনা চলছে। বুধবারও আলোচনা অব্যাহত থাকবে। সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের জানাব।"