নিজস্ব সংবাদদাতা: ভারতে ডায়াবেটিস চিকিৎসায় বড় পরিবর্তন আসছে। ১১ মার্চ এমপাগ্লিফ্লোজিনের পেটেন্টের মেয়াদ শেষ হওয়ার পর, দেশীয় ওষুধ কোম্পানিগুলো সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ বাজারে আনতে প্রস্তুত। বোহরিঙ্গার ইঙ্গেলহাইমের উদ্ভাবিত এই ওষুধের দাম এখনও পর্যন্ত বেশ চড়া ছিল, কিন্তু নতুন জেনেরিক ওষুধ আসার ফলে খরচ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
ম্যানকাইন্ড ফার্মা, টরেন্ট, অ্যালকেম, ডঃ রেড্ডি'স এবং লুপিনের মতো কোম্পানি বাজারে সাশ্রয়ী দামে এই ওষুধ আনতে কাজ করছে। উদ্ভাবকের ৬০ টাকার ট্যাবলেট এখন মাত্র ৯-১৪ টাকায় পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। ডায়াবেটিস চিকিৎসার ২০,০০০ কোটি টাকার বাজারে এই ওষুধ বড় পরিবর্তন আনবে।
/anm-bengali/media/media_files/6i65pTEqUAOAxLdUtFaJ.jpeg)
বর্তমানে ভারতে ১০.১ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বেশিরভাগ রোগী নিজেদের পকেট থেকেই চিকিৎসার খরচ বহন করেন। নতুন জেনেরিক ওষুধ আসায় খরচ কমবে, ফলে ডায়াবেটিস চিকিৎসা আরও সহজলভ্য হবে। আক্রান্ত রোগীরাও ডায়াবেটিস সারাতে এবার আরও বেশি করে উদগ্রীব হবে।